শিশু কাল থেকে কষ্টে বাড়া
এখনো সুখের ঠিকানা হারা ,
জীবটার নাম- সুনাম মানুষ
জ্বালা-যন্ত্রণায় ,দেখি না খুশ !


কি সে বস্তু,- শান্তি আর সুখ ?
শুধু ভালে মেলে, ভরা যে দুখ ।
স্বাদের আশায় ,এখনো ধরায় ,
কবে যে পাব সে বস্তুটি হায় !


গত হল প্লাবিত আষাঢ় শ্রাবণ ,
নিরাশায় ভরে মন, ক্ষণে-ক্ষণ ;
দিনে-দিনে বৃদ্ধি আরো যন্ত্রণা -
অক্টোপাসসম দিচ্ছে হানা !
অসাড় দেহটা দৃশ্যে কুবেশ ,
রক্ত ধারা প্রবাহ, প্রায় শেষ ;
মানুষ হয়ে ও নেই পরিত্রাণ -
কৈ বা থাকল স্বাধীনের মান !


কত ধরাধরি যতনে সে আস্থা ,
হল না সময়ে সুখের ব্যবস্থা ।
মেলা করি অসহ্য কৃচ্ছ্র সাধন ,
যদি মেলে কালে সে সুখ-ধন !


(ইং-১৮-০৮-২০১৮)