দাঁত, অমূল্য রতন,       আজ দেখি পতন !
         অকালে যায় বুঝি সে দন্তধন ৷
না বলে, এ বেলা ,        সাড়া দেয় মেলা ,
          দিবানিশি যাতনা অনুক্ষণ ৷


যার নেই দাঁত ,           ফাঁকা গড়ের মাঠ ,
          দুয়ার হীন দন্তকপাট !
ফোকলা হেসে ,          মন তার ভাসে ,
          বাড়ে না কোন ঠাঁটবাট ৷


রতনে খচিত দাঁত,          বাজী করে মাত ,
          কতনা বাড়ে তার দম্ভ ;
দন্ত দেখিয়ে ফাঁকে,       পাশে বগল ঝাঁকে,
          সবারে করে সে হতভম্ব !


গালে নেই দাঁত ,          চলেনা অজুহাত !
          খাদ্যে পেতে যে পরমস্বাদ ;
যারা পোক্ত সবল ,        ওদের দম্ভ কেবল ,
          কোন খাবার দেয়না তারা বাদ ৷


হাড়, কচি-কচি পাঁঠার ,       মুখরোচক যে অপার !
          অপারক দাঁত, পেয়েও তার !
না পারায় চাবাতে ,        সব ধরা রয় পাতে ,
          এমনই আহারের বাহার !


দাঁত সাফ না করে ,       মুখে জলটি নেড়ে-
           হেলায় কাজটি নিলে সেরে ,
যদি দাঁত নড়ে-রে !       বলি, বাবারে,-মারে !
           যাতনায় যাই বুঝি মরে ৷


আছে ঘটনার কারণ ,      স্বভাব এর আভারণ ;
           থাকিতে দাঁত, মর্ম বোঝে না ৷
এ সময় তারি ,             যার যৌবন ভারী ;
           নাই জানা কত যে যাতনা !


রাতে উঠিলে ব্যথা,        নিদ্রা হানি অযথা ,
           স্বপ্ন ও ভাসে না মাথে ;
দুনিয়া ক্ষণে-ক্ষণ ,         লাগে মিথ্যার মতন !
           ভবসংসার ভরা জ্বালাতে !


ব্যথায় কি করি ,            হায় ! কোথা হরি -
           এ জ্বালা সহিতে না পারি !
থালা ঘটি বেচি,            তবে যদি বাঁচি ;
           নেই হাতে পয়সা কড়ি !


(ইং-১২-০৬-২০১৭)