দেবতারা করে কূট রাজনীতি
নানা অন্যায়ে পক্ষপাত অতি ,
তারা চালাকি করে শক্তি ধরে -
কাজে হেয় করে, অসুর নরে !


গিরি, মৈনাক নিয়ে সাগর মন্থনে
সঠিক প্রমান জানায় মনে-প্রাণে ,
জলে, অসুর-নর, ধরে- সাপমুখে !
দেবতা লেজ ধরে টানে সুখে ।


অমৃত সবার লব্ধ ফল, আইনে ,
দেয় না অমৃত , সবারে সমানে !
হীনেচ্ছা! দিতে নীচুরে পারিশ্রমিক ,
দেবতা সে, বিভেদকারী অধিক !


টেকনোলাজি দেবে না ওদের ,
তারা গোলাম হয়ে থাক ভবের !
তামাশায় ঢালো, নেশা ভাঙ -
নমুনায় বৃদ্ধি, অকেজোতে সং !
সৃষ্টিটাই অসুর ভাগ্যে,- পাপ ,
শ্রমিক! নিয়ে বাচুক,-অনুতাপ !!


(ইং-০৭-০৪-২০১৮) -বেঙ্গালুর