কোকিলের মত সুখটি পেতে
ভেবে ভেবে হয় সারা ,
কতনা চেষ্টা সকাল বিকাল
তবু যায় না সুখকে ধরা !


সুখের বেলায় থাকে হেলায়
দম্ভে সেথা চলা ,
সুখকে ফেলে ভোগে মিলে
চলে মিছে খেলা !


সুখের খবর পেতে যেয়ে
বাড়ায় বড়ো চিন্তা ,
তিক্ত-মিঠা-টক-ঝাল
স্বাদে অজানা পান্তা !


পচা বাসি ঠাণ্ডা গরম
দই মিষ্টি ছানা ,
সবটার মজা জানা থাকিলে
ভালটা যায় চেনা।


জ্ঞানী, পণ্ডিত, তাঁরা বলেন
অধিক ভাবনা বৃথা ,
সুখ পেতে, দুঃখ ভোগ-
জানিও সত্য কথা।


(ইং-০১-১১-২০১৭)