ছোট এবং নীচু হয়ে দেখ একবার
বুকের উপর চড়বে স্টিমরোলার !
পতিত-রে কাঁধে ওঠাবে যতোবার
সে ঘাড়ে বসে ঘাড় মটকাবে হরবার ।
তাই বলে কী হাল ছাড়িবে, সংসার ?
দেখ, কত করেছে এ কাজে প্রাণ নচ্ছার !
চোরের জ্বালায় ভাত খাবে না থালায় ?
কৈ দুঃখ ঘোঁচে ? গলেতে তুলসী মালায় ।


মনের শান্তি, আস্থার প্রতি প্রচণ্ড টান
ধর্মকর্ম করে সময় কাটে এসবে ধ্যান ।
তীর্থে এত ভিড় ! গরমে গা করে তিড়বিড়
পাই না একটু ফাঁকা, শান্তি- স্বস্তির ।
এমন বিষয়ে ভাবনা অসার ! শুধু বোকার ,
কত কত কৃছ্রসাধনে পায় দর্শন পরমাত্মার ।


(ইং-১৯-০৭-২০১৯)