ভোলে না জেলে, রাতে শয়ন কালে
পায়ের কাছে অন্নভাঁড় ,
শুয়ে শুয়ে পদ দ্বারা নাডিয়ে, দেখে ,
শেষ হ’ল কি, অন্ন তার ।
অন্তর ভরা বিশ্বাস, গরীবের সংসার
কত না সুখ আয়োজন !
ভোলা মন, সঞ্চয়ী শিক্ষায় না চিন্তন
না জ্ঞান, অভাব অনটন ।


পূজো সমাপ্ত, ঘটাকরে সলিল সমাধি
এ কাজটি সুখকর বেশ ,
খাটুনীতে সংগৃহিত অর্থ, নাচা গাওয়া
এক নিমেষে হ’ল শেষ !
জেলে বলে, সুখের শিক্ষা এ ধর্মনীতি
ভাঁড়ে রাখি কর্মের ফল ,
শেষ হলেই আবার ছুটি, খেপাই জাল ,
অদেখা ভীষণ ঝড়-জল !


(ইং-০৪-১০-২০১৯)