রূপবাহারের একটা সুদিক
আত্মসুখী ধ্যান -
কঠিন সরল যা কিছু হোক
বিবেক ভরা টান ।


নিজের পায়ে কুড়ুল মারা
চায় না কেহ মনে ,
স্বয়ং মঙ্গল মূর্ত চাহিদা
প্রতিটি জনে জনে ।


মাতাল সেও আবেগ মনে
কর্ম করে চলে ,
জীবন-চিন্তা হয় তো করে
সাধ্য মত বলে ।


প্রজ্ঞার চিন্তা ভবিষ্যৎ জন্য
ভুলে, ভেদাভেদ লাজ ,
সর্বকর্মের মূল ভাবনা
শান্তির হোক সমাজ ।


(০৬-১২-২০২১)