কালক্রমে অন্তরে জন্ম নিলে বিশ্বাস  
কাগুজে শেরও কাজে হয় প্রকাশ ।
বিশ্বাসে রংধরে দেখালে চমৎকার
সাথে চাই নৈপুণ্যতা সত্য-মিথ্যার ।
জ্ঞানে পরিধির পর, যতেকও নির্ভর
মিথ্যা হলেও তা’তে পড়ে না অম্তর ।


কাগুজে শের রাতারাতি জেগে ওঠে
সকলে থরহরি কম্প ভয়েতে মোটে ,
কালে কালে আরো সাকরেদ জোটে
বিরোধে আসে কম ,বলে না মুখফুটে ।
সে বোধচক্রে, জ্ঞানীর নিদ্রা যায় ছুটে
অন্তিমে সে বিজয় পায় সংখ্যা ভোটে ।


(০৯-০৯-২০২১)
কাগুজে শের > কাগজের ছবির বাঘ ।
অন্তিমে সে > কাগুজে বাঘকে বলা ।