বন-জঙ্গলের সীমা কমে
আহার ও কমে বাঘের ,
সময়ের সাথে পাল্লা দিয়ে
প্রয়োগ নব চালের ।


ঝোপের মধ্যে ওতপেতে
সহজে মিলত আহার ,
এ চালাকি বুঝে গেছে
বন্যপ্রাণী-জানোয়ার ।


দক্ষ হ’তে পালটান চাই
পুরাতন ধরণ-ধারণ ,
নবরূপে ছল ও কৌশল
শিকারী করিল গ্রহণ ।


ভোট অগ্রে ছলের নমুনা
চক্ষু সামনে ভাসে ,
রথে বসে অনুভবি নেতা
মিটি-মিটি হাসে ।


(ইং-১১-০৫-২০১৯)
*-কাব্য সার > দিনোদিন মানুষ সচেতন হচ্ছে, নেতারাও তার কমিশনের ধারা নব-নব রূপে পাল্টাচ্ছে ।