যে জ্ঞান সময়ে দেয় না বিহিত
যে কর্মে, দুর্দিনে ঘটে না হিত ,
সে বিদ্যা-রুচি, তার কী মান -
যার গর্বে এককরা আসমান ?


এত যুগ যায় সুকাজে ধরায় -
শূন্য উজলা ঘন আঁধার হায় !
সে কী রূপ-ক্ষত ,দুর্ভোগ যতো ,
ফোটে কাঁটাসম পথে অবিরত !
যন্ত্রণা অসহ্য ! ব্যথাতুর চরণে -
ঝরে রক্ত- নিরবধি অকারণে ।


চারিদিকে রব, হাজারো তায় -
অতৃপ্ত সুখ, জর্জরিত বেদনায় !
সবে সুবোধ স্বভাব, ভাবনা অন্য ,
মীমাংসিতে পিছু-পা, তার জন্য !


জীব হিতে পরাণ, হাতে নিয়ে –
চাই সে যোগ্য, আসুক ধ্যেয়ে !
আশা-ভাবনা বুকে ধরে- বয়ে ,
দু’নয়ন প্রতীক্ষায় অপলক চেয়ে ।


(ইং-১২-০৯-২০১৮)