কঠিনতম সে কাজ সংসারে আজ
করিলে ভাল, মস্তকে পড়ে বাজ ,
কুকাজে মগ্ন, দিনোদিন উচ্ছন্ন
নেবে না উপদেশ মান্যে সামান্য ।


দেখে না চারিধার অঘটন খরতর
ক্ষয়ক্ষতির রত্তি নেই খেয়াল ভর ।
কারা জন হিতে এ দেশের ভিতে
নিচ্ছে সবার দিল্ কুকাজে জিতে ।


আকাশে ফানুস, রঙিন ফুলঝুরি ,
প্রেমে অশেষ মাতান, চাহ তারি ।
নেশা ভাঙ্, নানা রংবেরং সঙ্ ,
রাস্তাঘাট, চৌকাঠে পড়ে হরদম ।


আজ শুভ ভালা, কাল আসে কালা
সেথা, শূন্য ভাবনা-হতাশা-উতলা ।
ভবে বাঁচতে হবে, ক্ষণ মাত্র বাঁচা -
দরদী ভাবে না, মাবাবা-মামাচাচা ।


(ইং-২১-০২-২০১৯)