যুক্তি জড়িত সে জাল-ফাঁদ -
এরাই করে তর্কে বাজিমাৎ !
যুক্তিতে আদর্শ করে উদ্ভব ,
ন্যায়ে ছিন্ন-ভিন্ন করা সম্ভব !


ব্যাপক প্রচলন, নিয়ম ধারা -
নানান ভাবে পরিবর্তনে তারা !
গঙ্গা নেয়ে শুদ্ধ হয়ে -
জেতার তরে আদা-জল খেয়ে ,
ছল-চালাকি, উপায়ে সাকার -
লক্ষ্য লাভ, যে কোন প্রকার ।


ধ্যানে রাখ স্বার্থ, মস্তক ’পর -
তর্ক জোড় অনর্গল- লাগাতর ,
কালে, কর্ম সিদ্ধি, যদিও হয়
পড়ে রয় দূষিত বিচার ,অক্ষয় !


ক্লেদাক্ত সমাজে ঘটে বিস্ফোট ,
ভরে নফরৎ- দ্বেষ ,ভরা জোট !
এভাবে কালেতে ভরিলে তরী  -
ঘটে হঠাৎ- ক্ষণে ! ডুবটি তারি ।  
তরীর ভাল-মন্দ, দুঃখ ভোগে  -
শাস্ত্র মতে এ হয়- দৈব যোগে !


(ইং-১০-০৬-২০১৮)
নফরৎ > ঘৃণা, দ্বেষ ,