কিছু মাংসাশী কীটের বাস,-ফাঁদে ,
পোকা ধরে-ধরে তারা মিটায় খিদে ।
আনেক আছে জীব সাগর অতলে ,
তারাও ফাঁদ পাতে, গভীর জলে ।
কিছু উদ্ভিদ কলসরূপী ফাঁদে -
কত করমের কীট-পতঙ্গ ,বাঁধে ।


কত বিরাজে বুদ্ধি-জ্ঞানে সুনামে
বহু জনসেবক, নেতা ধরাধামে ,
বাচনে প্রখর, দীপ্তজ্ঞানে সুপণ্ডিত -
তাঁরা উপরে-দেখায় গরীব পিরিত ।
বাপ-দাদা আমলের পাকাপোক্ত ,
বিছায় অদৃশ্য ফাঁদ বেজায় শক্ত !
তাঁর মেকী ভাব, ছল-চাতুরী কথা
অহর্নিশ কর্ম-কাজ ফাঁদ পাতা ।
সূক্ষ্মরূপে পাতে ফাঁদ জনভিতে
তাঁরাও জনসেবক ধরায় মেতে ।


(ইং-১৬-০২-২০১৮)