বন্দি যে নাগপাশে ঘেরা চিন্তায় ,
দিন গত হয়, অসহ্য যন্ত্রণায় !
এ রোগে মাথাধরা, যায় না -
যেন চির কষ্টের কারখানা !


উপদেশে বৈদ্যরে, মানি সদ্য ,
ঘরে বাজাই খুব মধুর বাদ্য ।
ঘুমের আগে সরিষার তেল -
রাতে, নাকে ও ঢালি অঢেল !


ক্ষণে ঝাড়ফুঁক সারি, সঘনন -
পূজা-পার্বণে দেই, কান-মন ।
নাছোড়বান্দা চিন্তা আপদ তায় ,
নেই সুখ-শান্তি, রোগ নিরাময় ।


শেষে মনোচিকিৎসকের দ্বারে ,
সেথা- হত্তে দিয়ে থাকি পড়ে ।
অনেক অর্থ, ব্যয়-শ্রাদ্ধ করে -
আসল 'চিন্তারোগ' ধরা পড়ে !


চিকিৎসক জানায় ,যাহাতক ,
“তুমি, খবর পড়ার মহাপোক !
এ নেশা, চিরতরে দাও ছেড়ে -
এ রোগ, নিমেষে যাবে সেরে।”


(ইং-২৫-০৭-২০১৮)