সামনে ভোট, যন্ত্রণায় মাথা !
ভীষণ অস্থির চিন্তায় নেতা ।
বড়ো ব্যামো ! না ওঝার কাজ -
চাই পাশের ডাক্তার কবিরাজ ।
হারলে বিচ্ছেদ ! মস্তক-তাজ ।
বিনা মেঘে মাথায় পড়ে বাজ ।


পায় স্বপ্নাদেশ, দেবের আজ্ঞা -
শীঘ্র করে এবার ‘আশ্রমে যা’।


সেথায় নেতা পায় সাধু-দর্শন -
সাধু বলেন, ঘি আন একমন ,
খাবে সে ঘিয়ে মাছ ভাজা -
তবেই তো নেতা হবে রাজা !
শিষ্য সমেত, তারাও খাবে ,
ধর্মের কাজে দোয়া দেবে ।


করো বন্টন সবারে কম্বল ,
দানো সোমরস বটল-বটল ।
জনতা এখনো তারা ন্যাকা -
দানে দাও শত-সহস্র টাকা ।


ঘুষ হবে না ধরা ষোলআনা -
এ যে পুণ্যের তরে দক্ষিণা !


জেগে ওঠ ,ফেঁপে-ফুলে -
খুব ক্ষীর খাও স্বজনে মিলে ।
শব্দ করে ,হাপুশ-হুপুশ -
ব্যাটা, চিরজীবি ! রহো খুশ ।


(ইং-২০-১২-২০১৭)