দুনিয়াটা ভেলকি বাজির ক্ষিতি ,
দৃশ্যে সুন্দরে দেখা চমক-দ্যুতি ।
স্বপ্নবিভোর মন তায় প্রতিপ্রাতে
জন উৎসুক সুখ পেতে মাতে ।


কার বাঞ্ছা, স্রোতে তার বিপরীত ?
ভাটায় চলা'টা বোঝে প্রকৃত হিত ,
হ’ল না লাভ সুফল ,ক্ষতিটা কী ?
সবে তো মাতে এ পথে ভেলকি ।


নেশা, অন্ধবিশ্বাসে মেলে শক্তি ,
আরো যদি চরমে থাকে ভক্তি ।
উপোষে কঙ্কালসার দেহ -কাঠ !
তবু ভেলকিবাজির নাছাড়া পাঠ ।


সে ভেলকি তার অদৃশ্য ছোঁয়ায় ,
জগৎ মাতায় রঙ্গিন আবহাওয়ায় ।
এও অস্ত্র- শোষক সর্বত্র শানায়-
করে আবদ্ধ, ইন্দ্রজাল ভাবনায় ।


(ইং-০৪-০৯-২০১৯)