রাজার জ্ঞানে গত ইতিহাস ,
    কী তার দরকার ?
রাজ মহিমা হোক না প্রকাশ
    এখন বিচার তার ।
সুনাম চাই, শৌখিন মেজাজ ,
    খরচা-পাতি অপার ;
অভাব অনটন, পায় না আঁচ
   খাজনা বাড়ে প্রজার ।
মাথার মুকুটে চমক-বাহার ,
   ঢাক পেটিয়ে জানায় ;
সে শব্দঝড় তুফান আকার
    দম্ভ বাড়ে বেজায় ।
প্রজাকুল স্তব্ধ, রাজ-মহিমায় ,
    ঢাকের শব্দ শুনে ;
সুখের বাদ্যি রাজার আঙিনায় ,
    দুঃখী জনতা জানে ।


(ইং-২৭-০২-২০১৯)