আস্থায়, স্থাপনায় দেবালয়
সে মানুষ জাগ্রত জগৎময় ,
সাংসারিক সারা জীবন ধরে
নিজ ও বিশ্বমঙ্গলে কর্ম করে ,
প্রতিজন, উন্নত ধ্যান-মানে
মুখর ,জাগতিক গুণকীর্তনে ।


জীব-প্রকৃতির ভারমাম্যের মান
সবের অংশ আছে রচণায় স্থান ,
সম্যক জ্ঞান, তার সুখবর
একে, অপরের ’পর নির্ভর ।


যদি জল বাষ্পে উবে যায়
শূন্য হয় সমস্ত বাতাস ,
জ্যোৎস্নার চাঁদের আগমনে
হাসবে না আর আকাশ ।


দোহনে ধরারে অতল
নির্মূল করে বনজঙ্গল
যদি মানুষ ভরে হলাহল ,
পৃথিবী হবে লালগ্রহ মঙ্গল ।


(ইং-২৫-০৪-২০২০)
*--কাব্য, “অপার গ্রহণে ঢেকে গেছে” (ইং-২৫-০৪-২০২০)-- শ্রী রণজিৎ মাইতি ,
(তিনি একজন সূক্ষ্মতায় গুণ-মানের সুন্দর কাব্য বিশ্লেষক ) ।
তাঁর সুন্দর কাব্যে অনুপ্রাণিত হয়ে, আমার এ কাব্য রচনা , আজ সম্মানীয় কবির নামে কাব্যটি উৎসর্গ করলাম ।