মানুষ বিজ্ঞবান, শোনে না কারো কথা
স্বয়ং বুদ্ধিবলে চায় সুনিশ্চিত স্থিথিরতা ,
যতক্ষণ না দর্শন অন্তিম সে ফলাফল
মন থেকে মোছে না ভুলেভরা গরল ।


উদাহরণ উপমা-নজির ,সব উপদেশ
গুণগত সত্য হলেও অবিশ্বাসী অশেষ ,
সত্য স্বীকারে না আগে- চিন্তার বালাই
তবু কাল ক্ষয়ে একদা সত্য হয় স্থাই ।


মান্যতা জন্য, এক সাধারণ নীতি-আচার
সত্য সে বোধের কাছে ,চিরকাল লাচার ,
ফাঁপরে পড়ে সত্য, দু’চোখে বহে বারি
তিরস্কার, দুঃখভার, অপার দেহভারী ।


(২১-১০-২০২০)