দেখি না উপায়, বাঁচা সমতায়  -
অনৈক্য ভরা , পাতায় পাতায় ,
দুর্ভোগ লাঘবে, পরিত্রাণ তার ,
অবোঝা, রাজকাজ বাচবিচার ।
কল্য্যণে উত্থান, মানব জীবন ,
নাই সংগ্রাম আর জাগ্রত মন ।
সুষ্ঠু ব্যবস্থিত, রাখিতে সমাজ -
বাঁচার অধিকার দরকার আজ ।


বহু বছর হ’ল পার, দেখিনা সার ,
কালক্রমে হ’ল না, গরীব উদ্ধার !
লগ্নে, সুখবর দুয়ারে ভোট -
ভাষণে শুখায় নেতার ঠোঁট !
কত রংবিরঙ্গের ওড়া ফানুস -
অবাকে দেখে, দেশের মানুষ !
এ ছল-ধারা কেন হয় না বন্দ -
কী সে কারণ,ঘনঘোর দ্বন্দ্ব ?


শান্তির শান্তদেশ, চাই ভবে -
এ অসাধুতা বন্দ কবে হবে ?
পাখণ্ডর কণ্ঠে, অসাম্যের গান -
সময়, দুঃখভরা ঝড়-তুফান ।
নেতা রথে পাঞ্চজন্য বাজায় ,
নিজেই রাখে না মূল্য বজায় !
যুবা-বৃদ্ধ-বনিতা শোনে কথা -
ভেকডাকা সুরে, বাড়ে ব্যথা !
সরল জনতা বেজায় আহত ,
ঋণের-পাহাড় বাড়ে অবিরত !


(ইং-০৩-১২-২০১৭)
*-বিচক্ষণ ভোটের দ্বারা দেশে বহুধা শান্তি ফিরিয়ে আনা সম্ভব ।
*-ভারতে আগামী ১৭-তম লোকসভার ভোট ১১ এপ্রিল২০১৯ থেকে শুরু যেন সুষ্ঠু-সফল হয় তার নির্বাচন প্রক্রিয়া । এই কামনা করি ।