হরদম যে মালি পায়, সুগন্ধি ফুল-সুবাস
তার যে বেজায় কষ্ট নর্দমার পাশ- বসবাস !
নদী বা সাগর কিনারে যার আবাস
সে চাইবে না কোন দিন মরুভূমিতে নিবাস ।


যার সুখের অভাব নেই, পরিমান তিল
কেন আরাম ছাড়ি যোগ দিবে সে দাবির মিছিল ?
যিনি হন ধনী , নিজেরে মানেন মানী ,
যতো গরীব তারা তাঁর কাছে মাত্র অপয়া প্রাণী ।


বর্ণ বিভেদে যাঁরা উঁচ্চ মার্গের সওয়ারী ,
কক্ষনো নিজ বিভেদ প্রতিষ্ঠা, দেবেন না ছাড়ি ।
খারাপকে ভাল বলিলে তার কত না ভাল লাগে ,
এ নীতি অনন্তকাল সংসারে বয়ে চলে আগে ।


(ইং- ১২-০২-২০২০)