মাটির নীচে সুপ্ত তারা, অজুত ভূঁইফোঁড়
পায়নি ছোঁয়া ধরার বুকে, সুন্দর সে ভোর ।
নিকষ কালো অন্ধকারে কঠিন বাঁচা জীবন ,
স্বপ্ন ঘোরে মেলে দর্শন, অতি সুখের ভূবন !


সুযোগে স্পর্শে ধরিত্রীর, উন্মুক্ত জল বাতাস  
আবহাওয়া দিল আত্মবল, বাঁচার শক্তি বিশ্বাস ।
কেহ দর্শনে আজব ধরা, ভয়ে কাঁপে থরথর ,
তার ভাগ্যে বিকট পরিস্থিতি,  খরতপা কষ্টর !


ভূঁইফুঁড়ে অঙ্কুরে কতর মেলে না পরিবেশ ,
বাঁচার সাধন প্রতিকুল, সংঘর্ষ চলে অশেষ ।
তবু জনম জনম জীবন ধারণে লিপ্ত সংগ্রাম ,
তারা ক্ষণকালে, মনের ভুলে, পায় না সম্মান ।


তার আছে কাজ, বিশ্ব মাঝ, মাটি করে উর্বর ,
সবুজ বন, প্রাণবায়ু দানে, বাঁধিতে চায় ঘর ।
মোহ মায়া অন্তরে ভরা তবু হয় না বিকাশ ,
তাদের ক্ষুদ্র জীবন তুচ্ছ, অঙ্কুরে শেষ-নাশ ।


(ইং-৩১-০১-২০২০)