পৃথিবী ’পর যা কিছু রম্য- মানব সৃষ্টি
সবই আত্মত্যাগ, বলিদান ভরা কৃষ্টি ,
সমাজ উত্থানে দানির সে ভালোবাসা ,
ত্যাগীজন করেন না প্রতিফল আশা ।
ঐক্যে ধরে হাতুড়ি, শাবল, রহিম-রাম ,
ভুখা-ঘর্মাক্ত শ্রমিকের-ত্যাগের পরিণাম ।


দূরাচারী দুষ্কর্মে- সভ্যতায় করে আঘাত
অহরহঃ নিবদ্ধ মন, দ্বন্দ্বঘেরা জাতপাত ,
ছড়িয়ে ধর্মদ্বেষ, কাড়ে গরীব ভাত -
চাতুরতায় সর্বশঃ হরণ- আত্মসাৎ ।
দুর্জন পর মঙ্গলে নেয় না নাম -
রূপান্তর, শান্ত সরোবর, ঘৃণ্যধাম ।


সমাজকে ছায়া দানে সরল- নিরীহ ,  
এ জগতে নিঃস্ব-ত্যাগী গরীব অসহায়  -
কত সু-চতুর , সুঊঁচ্ছ ডিগ্রি হাতিয়ে -
রত রাতদিন নানা অপকর্ম আরাধনায় ।


(০৫-০৪-২০২১)