এই বিশ্বনিকেতন হবে শান্তির পরিবার ,
কেন থাকিবে ভরে চারিদিক হাহাকার ?
‘বিনা কারণে গাছের পাতা নড়ে না’
কারণ হয় তো সবের আছে তা জানা ।


দাঙ্গা-মারামারি , রাহাজানি অপহরণ  ,
কোথাও এ-ও ঘটে না, বিনা কারণ ।
বক্ষ ’পরে হাত রেখে আত্মায় খোঁজা -
একটু ধৈর্য্য ধরিলে উত্তরটা সোজা ,
এক পেশে স্বার্থ, জাত-পাত-আচার -
বেশভূষায় বাড়াবাড়ি গোঁড়া সমাচার ।


পাখি তারা নানা বর্ণের, দল আলাদা ,
তবু একে অপরে করে না কলহ সদা ।
চায় না বর্চস্য দম্ভে- আধিপত্য বিস্তার -
করে না অহংকার, শ্রেষ্ঠতার প্রচার ।


(ইং-২৯-০৮-২০১৯)