আপসোস, জীবনভর কি কাজে খায় নুন !
কথায় বলে খেলে নুন , গাইতে হয় গুণ ,
রাজনীতিতে এ নীতি ঝাড়েমূলে অচল
তবু নুন খেয়ে দলত্যাগী কত হয় সফল ।


লাভে, দল ছেড়ে অন্য দলের নুন খায়
কর্ম হলেও নেমকহারাম মনে দেয় সায় ,
নুন, স্ফূর্তিতে গ্রহণ ,আত্মায় বিরোধ না
এ কাজে নিজেরে ভাবে ভারী সেয়ানা ।


মোলায়েম যুক্তি কথার পলিশ ,
বলে, সে ছিল আগে সংঘাতিক বোকা-ফুলিশ ।
এখন জ্ঞানী -প্রবুদ্ধ-গুণী
মন্ত্রী হওয়ার পর, লোকমুখে সুখ্যাতি শুনি ,
তাঁরই ছত্র ছায়ায় মোরা, বাঁচা-মরার দিনগুনি ।-


(১২-০৬-২০২১)