রমরমা বাজার পণ্যে নানা -
অজস্র রকমারি রঙে রাঙা ,
পয়সা অঢেলে, যায় কেনা -
এটাই নিয়ম ! জানা-শোনা ।


দেশাচার, -আপনত্বে মন ,
সে অপারক নষ্টে, জনধন ।


ছলে- খল, লুট করে মাল ,
ওরা সম্মানিত, দেশকাল !
ধনের গাদা, ভরা তার ঘর -
কমতি পড়ে স্থান,-বারবার ,
পাঠায় চুরিধন, খুব বিদেশ !
ভেগে সেথা, করে আয়েস ।
সমাজ পোঁছে, তারে আবার -
কালোয় অপরূপ, সে শ্রীধর !
ঘরে সন্ত্রী, বন্দুক, কুকুর -
তারাই প্রকৃত সু-চতুর !


দেশ কাজে, ঝরালে ঘাম -
হতভাগা, পিষ্ট, নেই সুনাম !
যারা চালক, চালায় গাড়ি -
রোজানা বিপদ দেয় পাড়ি ,
যারা মুটে, অভাবী শ্রমিক ,
দুঃখ সহে, তারাই অধিক !


ছলের ধর্মে জপ ধরো ,
অতি সহজে নাম করো !
আস্থার ঘরে, বাণী সারো -
দুধ-কলা-ঘিতে, ডোলা ভরো !


(ইং- ০১-০৫-২০১৮)- ব্যাঙ্গালোর