গরম হলেই লোহা শক্ত হয় না ,
উপায়ে পার, কষ্টসাধ্য পথ নানা ।
কামারের কর্মশালায় গড়ে পিটে ,
লোহা ধরে দৃঢ়রূপ, সশক্ত ভিতে ।


শিক্ষিতের মনে চাই একক ভাবনা
আত্মবিশ্বাসী জ্ঞান ,দৃঢ় হবে জানা ,
অসময় অকাজে দরিয়ায় ঘুরপাক -
বৃথাকাজে করিবে না কারো অবাক !


কোন মন্তব্যের পুষ্টিতে সুবিবেচন ,
জ্ঞানপ্রদ ভাষা যেন উত্তর নির্বাচন ।
বাচালেরা বাচালতায় কত কি বলে ,
জ্ঞানমূল্যের স্থান যেন প্রকৃত মূলে ।


(ইং-০৪-০৩-২০১৯)