এসব বৃথা তর্ক । করো চেষ্টা ,
‘গোবর্ধন’ উঠাও ! হও কেষ্টা ।
অক্ষমতা দোষে গরীব নষ্টা !
তার ছাড় নেই, ক্ষুধা-তেষ্টা ।


সীমা আছে- তাই সৈন্যক্ষয়
জিতিলেই বুঝি হয় জয় !
কুরুক্ষেত্রে পাণ্ডবেরা জেতে
তবু ভারাক্রান্ত চিন্তিত মাথে ,
হারিয়ে তুখড় মহারথী বীর
চিরতরে হতাশ শান্ত-স্থির !


দেশ স্বাধীন, বহুদিন হল পার
দারিদ্রতায় তবু ভরা সংসার ।
কালই ফিরিবে ভাগ্য সবার !
এ তর্ক ভিত্তিহীন- নিরাধার ।
যার হবার, ছয়েতে হয়
রয় না পড়ে নয়ের আশায় ।


হীরার জ্যোতি, অলগ দেখায়
চিড়ে ভেজে না শুধু কথায় ,
নিষ্কর্ষ তর্কের, ফলাফল সার -
রেশারেশি-বিদ্বেষ বৃদ্ধি তার ।


(ইং-১৭-০৮-২০১৯)