সুখের আছে শ্রেণী বিভেদ
উত্তম অধম বর্গে ,
অবোধের সুখ টাটকা নরক -
গুণবানের সুখ স্বর্গে ।


ত্যাগে, ত্যাগীর শীতল সুখ
হৃদয় ভরা ধর্মে ,
লুটের সুখ, লুটের রাজ্যে ,
গদ-গদ তার কর্মে ।


দেহে ভষ্মমেখে সুখে সাধুর
ধুলায় কাটে জীবন ,
ধনী ,রত্নরাজি সিন্দুক ভরে ,
সুখে আগলে ধন ।


নিন্দুক পর নিন্দায়, পঞ্চমুখ
সুখের সীমা নাই ,
সে উদার বন্ধুর ,সহাস্য মন
সবারে মানে ভাই ।


হিংসী, দুর্যোগেও মনের সুখে
পরের ক্ষতি চায় ,
প্রকৃত সুখীরা সঙ্কট কালে
রত মঙ্গল প্রার্থনায় ।


(ইং-১৩-০৫-২০২০)