একটাই দেশ , দল অনেক
ভোটকালে কোরাস গায় যেন ভেক !
কারণ, দলের আচারণ, নীতির ধরণ
নানা রঙে রঙিন, রংধনু মতন ।
যেন সত্য দেশ ভাবনার বিচারে -
নেতার চোখে রং ধরে, তাই, দল গড়ে ।


কেহ বা চায় আজব নেশা মিটাতে -
সদ্য গজিয়েই অর্থ ছড়ায় সব ঘাটে ,
নিজ নীতি ‘টেকে না ধোপে’ ভরসায়
তাই, কত দল, দল পালটায় ।


দেশে আছে শতবছরের পুরানো দল
নেই না খবর তার হালচাল ,
বুক চাপড়াই ফুঁটো হাঁড়ি দেখে
নিজের পায়ে কুড়ুল চালাই রেগে ।


কিছু করার যখন পথ থাকে না
তখন মনে জড়ো করি, আজগবী ভাবনা ।
মূল রোগসূত্র তার ঠিকানা অজানা
আজ পাসের বদ্যি, রোগ খুঁজে পায় না !


(০৯-১০-২০২০)
পাসের > পাস করা ।
কাব্য, “প্রতিবাদের ভাষা বদল” , (০৯-১০-২০২০)-ঝুমুর বিশ্বাস ।
তাঁর সুন্দর কাব্যে মন্তব্য করতে যেয়ে মুগ্ধ হয়ে আমার এ কাব্য লেখা ।
আজ কাব্যটি প্রিয় কবির সম্মানে উৎসর্গ করিলাম ।