চিরদিন জ্ঞান যেন বিশাল বটবৃক্ষ
জ্ঞানী মহামুনি , সুদূর তরে লক্ষ্য ,
রত্ন-মণি সাথে নিয়ে প্রসৃত-ছড়িয়ে
আপন মনে উন্মুক্ত উদার দাঁড়িয়ে ।


তারপর প্রতি পত্রে শিরা উপশিরায়
সুবাসিত তারা কুসুমিত সু-শিক্ষায় ।
মহীরুহের অঙ্গে-অঙ্গে কতরূপ মহিমা
বিদ্যার মধুর পরশের না কোন সীমা ।


যে আসে পাখী, পথিক, তার সান্নিধ্যে
পায় শ্রান্তি খরতাপে, দুপুর ও সন্ধ্যে ,
জ্ঞান-সাগরে ডোবা, অসীম সুখ প্রাপ্তি -
বিশ্বরূপ সারসূত্র, ধী-জ্ঞান বৃদ্ধি-তৃপ্তি ।
উন্মোচনে জ্ঞানচক্ষু পরত দর পরত ,
অন্য কোন না বিকল্প ,উত্তমে এ জগৎ ।


(০৮-১০-২০২০)