জীবনে হোক না কেন, উতার-চড়াই
আলুমত গুণ হ’লে সর্বজ্বালা ভরপাই ,
রান্নাকাজে হঠাৎ করে বাড়ে তার মান
সব রকম ব্যঞ্জনেতে আলু পায় স্থান ।


সংসারে আছে এক উপযুক্ত গুণবান
ঢেঁকি ! কাজে সে কেবলি ভানে ধান ,
জোরে জোরে পেছনে পড়িলে লাথি -
তার কাজে সে আনন্দে থাকে মাতি ।


একবার গাধাগুণ, করতে পারলে রপ্ত
নিজেকে গড়ে তোলা নয় কিছু শক্ত ,
শিক্ষাতে গুণজ্ঞান, গাধা হ’তে শেখা -
চিরশান্তির বসবাস, বাধা-বিঘ্ন অদেখা ।


(০৬-১১-২০২০)