ঝড়, তার আগমন ,সবারে সজাগ ,
উৎপাটনে বৃক্ষরাজি, করে কুকাজ ;
সে ধূলো-বালি পাতা, উড়ায় অযথা
ভরে, জীব জগতে ঘোরতর ব্যথা !


সম্মুখে ভোট, ওড়ে দামী-দামী নোট !
নোট ভোটে জনমানসে লাগে চোট ;
দলাদলি, অপহরণ, শর্তভঙ্গ-ধোঁকা ,
হত্যায় ও ছাড়ে না, খোঁজে মৌকা !


আশার ঝড়, ক্ষতে মলম-প্রলেপ ,
ধূঁয়াবৃত কুয়াশা পহেলী- আক্ষেপ ।
এ ঝড়ে হৃদয়াকাশে পড়ে নাড়া ,
সমাজে হীনতা আসে, দেয় সাড়া ।
সে প্রাকৃতিক ঝড় ক্ষণকাল স্থায়ী ,
ভোটের ঝড়, দীর্ঘ এবং রক্তক্ষয়ী ।


(ইং-০৩-০২-২০১৯)
*- হিন্দী শব্দ, > মৌকা > সুযোগ ।