পরম কর্তব্য কর্মতে দেশরক্ষা
যুদ্ধ-রণে, লাগে অতি সুশিক্ষা ,
আখ্যায়িত অকৃত্রিম সে সেবক -
দেশহিতে যুদ্ধতে শহীদ হোক !
যদিও সামনে কক্ষনো নয় বলা ,
হয়তো কার্যে ঘটে যোদ্ধার বেলা ।


মহাজ্ঞানী সে প্রাণী মানব কুলে ,
প্রাপ্য এ জীবন বহু সুকর্ম ফলে ।
রণ মানে, সম্মুখে মৃত্যুর হানা ,
কেন শান্ত ধরায় এ নির্মম ঘটনা ?


দু’দেশের জনতা সকলে মানুষ -
কেন লড়িবে সে জাগ্রত পুরুষ ?
অবিবেক বীরত্ব, দম্ভ-অহংকার ,
হীনতা, পাগলপণ, মনের বিকার ।


সুপ্ত সিংহের লেজে দিলে পা ,
বাঁধে নটখট হিংস্রতা- অমাপা ।
সচরাচর মানবের অদম্য চল-
তারা যুদ্ধে ঘর ভরে মৃত্যুফসল !


(ইং-০৬-০১-২০১৯)