অসাধ্য, যোগাড়ে বাঁচা, সবই একার ,
   বাঁচাটা আজ সমস্যার পাহাড় !
’পর সাহায্যতে কমবেশী ত্যাগ সবার
    উপায়ে সমবায় বাঁচায় নির্ভর ।
সবের নৈকট্য প্রেম হবে সমাজ মাঝে ,
   বিজ্ঞ বলেন সে বাণী, সর্বকাজে ।
কাজে উপকারী সদাশয় পায় যেন মান ,
   পাড়াপড়শী সুনজর দৃষ্টি-ধ্যান ।
অত্যাচারীর সংস্পর্শ হোক প্রত্যাখ্যান ,
   বিভেদকারীর তর্ক হতে সাবধান !
যদিও সে বিদ্বেষ ক্ষুদ্র ! রচে মহাব্যাধি ,
  ত্যাগিবে ছল-কপট, ভাবনায় সুধী ।
বৃদ্ধি ভীষণ দুরাচার, সমাজ অসহায় ,
   অন্তরদ্বন্দ্ব কলহ, ভরা যাতনায় ।


(ইং-১৯-০২-২০১৯)