অসতের উপার্জিত ধন হলে
সাথে কিছু মিথ্যা কথা বলে ,
ভোটে মেলে সুষ্ঠু উপায়-পন্থা
সে পদটি, গর্বে ভরা নেতা ।


ভেব না, এ ধারণা গাছপাকা ফল ,
ভেব না, পথটি অতি সরল -
পুরিতে স্বপ্ন লাগে কৃচ্ছ্র সাধনা
সততা শেষ ,চাই অন্যায় মানা ।


বদন-গাত্র, ঔজ্জ্বল্যে প্রকাশ
লজ্জা-শরম চাই নিঃস্ব-নাশ ।
ধর মায়া, কান্নাকাটি- কুমির রূপী ,
সবারে দেখাও সাজিয়া বহুরূপী ।


ভোগ সেরে, আস্থাঘরে মাথা ঠোঁকা ,
লোক দেখানো কাজটি পাকা ।
গরীবের মনে ধরা চাই ভাষণ ,
বলো, শীঘ্র ঊবে যাবে শোষণ ।


(ইং-১১-০২-২০১৯)