বাধা বিপত্তি হাজার শত
প্রাপ্যটা চাইলে অত, জুতসই মত ,
হবে না ? সুহৃদ ভাবনা, সুন্দর প্রথা ,
সরল পথে সহজ চলা ,মেলে ব্যথা ।


ধরায় মোরা মেহমান ,
সবে চায় সম্মান,তার অধিকার সমান ।
ধারণে হাবভাব কিছু নিজের স্বার্থত্যাগ
সাথের সুখ-দুঃখ, সবের তরে সমভাগ ।


পর তরে ত্যাগে সুখ ,
উপকারে মনের কোণে, আনন্দ খুব !
খুশিতে মন নাচে, সদাবাহার দূরদৃষ্টি  ,
তেপান্তরের মাঠ পার, যতো অনাসৃষ্টি ।


(ইং-১১-১২-২০১৯)