ভোটে জেতার বহু আছে কায়দা ,
তালিকা ভরা, ফর্দে গাদা-গাদা !
এক উপায়ে জয়, অসাধুতায় -
চালাক নেতা -সে পথে ধায় !


চাই প্রতিজ্ঞায়- কার্যে নকল
সতেজ মগজ, বুদ্ধি-আকল ,
চতুর কারসাজি, কিছু ভেলকি -
ধোঁকায় তৎপর আর চালাকি ।


এই সহজ পথে, জয় রথে
সবাই চাইবে আরূঢ় হতে ।
কত গুণী-জ্ঞানী জগতে পাই ,
এ ধান্দায় মাতে জগাই-মাধাই !


শুধু ভাওতা বাজির ফুলঝুরি -
এই মোক্ষম বিদ্যার উপায় ধরি ।
চালাও গাড়ী না চেপে ব্রেকে ,
শরম করো না লালবাত্তি দেখে !


সাকরেদ রাখ ,দলেতে ভারী ,
তারাই পার- লাগাবেই তরী ।
কল্কে, বোতল, আমিষ আহার
পাঁঠা, হাঁস, মুরগী, সুস্বাদু হাড় ,
যোগাড়ে যত্ন অহরহ তার ,
তোমার ভাগ্য হবেই সাকার !


(ইং-০৭-০৬-২০১৮)