সৎ ও সরল, মহানিষ্ঠাবান
আজ এ যুগে সে হবেই হয়রান !
কারণ, তার বাঁচার আচরণ
ভরা, কথা কাজে- দুর্বলতার আভারণ ,
কায়িক শ্রম বিক্রি করে
বাঁচায় শান্তিতে গতরে উপায় ধরে ।


প্রাপ্য তরে মালিক দ্বারে
যতই থাক উপোষে সারা দিবস ভরে ?
সে বাঞ্চিত পারশ্রমিক পেতে ,
নেবে না দুর্বলের খোঁজ সন্ধ্যা -প্রাতে ।


লাভেই তার বৃদ্ধি সিন্দুক
প্রতিবাদে, উল্টে হতে হয় নিন্দুক ,
এ এক জাল-ফাঁদ, মহাদৃঢ়-
ছেঁড়ায় অনেকে করেছে চেষ্টা বহুতর ;
হয়নি নিদান তার পন্থা জানা
জীবনে দুর্বল পোহায় অসহ্য জ্বালা-যন্ত্রণা ।


(ইং-২১-১২-২০১৯)