নিজের ভালো কে না বোঝে
প্রতিটি জীব মাঝে কাজে ,
অজস্র প্রমান মেলে সকাল সাঁঝে ।
এই বোঝা বুঝি নিয়ে বাস এ জগতে
এ বিদ্যায় মানব শ্রেষ্ট সবার উর্ধ্বে ,
কেহ বুঝে সংগোপনে কাঁদে
কেহ অতি বোঝায় পড়ে দ্বন্দ্বে-ফাঁদে ।


একবার না বুঝে অতি খেয়ে
বিপাকে পড়ে সে ভোম্বল
কত পয়সা কবিরাজ লাগে
শেষমেশ সারাতে তার অম্বল ।


সব আছে ভবে ,দিব্য সত্য জ্ঞান
বোঝায় চাই আগ্রহ, জড়োতে আপ্রাণ ।
গুণে সবার দিল্ যেন অকূল দরিয়া ,
মনেভরা ভাবনাগুলির ভয়ংকর চাহিদা ।


বুঝে, আত্মসুখে কেহ বারমাস হাসে ,
কেহ বা কর্মদোষে দুঃখসাগরে ভাসে ।
হাকিম, বুঝধরে দোষীরে দেয় হুকুম ,
মাতাল নেশারে বুঝে সে মচায় ধুম ।


(ইং-০৩-০৩-২০২০)