নব যুগের, নব-নব ধারা
সকলে যেন আত্মহারা ,
গাড়ি-ঘোড়া বেজায় কিনে ,
মাতে নবোদ্যমে জনে জনে ।


যদি সেথা মোক্ষম আঁতে ঘা !
জেতা যায় বিশ্বাস-আস্থা ।
মানে সব মনের কথা ,
এ সুযোগ নেয়, চালাক নেতা !
ঠিক তাই, দেখিতে পাই ,
শাসকের বেলায় জুড়ি নাই !


বহুদিন ধরে লোককে বুঝায় -
এ সরকার দ্রব্যমূল্য বাড়ায় ,
ভ্রষ্টাচার, ঘুষ, নিত্যসহচর -
রাহাজানি, আচরণ তাঁর !


এবার এঁরে, করো চিৎ -
আমার ঝুলিতে দাও জিৎ ,
চাই পরিবর্তন, গুণে আমূল -
ভোটে দাও অপরিমাণ তুল ।
ভাগ্য দেবী তাঁর সহায় ,
এবার ও দেশে অপগুণময় !


না বদল, আমূল চুল ,
তবে হেথা কার ভুল ?
মূল্যে, ত্রাহি-ত্রাহি, হাহাকার !
জনতার চেহারা- কঙ্কালসার ।


(ইং-২১-০৫-২০১৮)-ব্যাঙ্গালোর
*-> মুম্বই- পেট্রোল- ৮৪.০৭- টাকা প্রতি লিটার ।
হায়দ্রাবাদ- ডিজেল-৭৩.৪৫ টা.লি. ।
*-> স্রোত রাজস্থান পত্রিকা ,বঙ্গালুরু, ইং-২১-০৫-২০১৮ ।