ভোট আসে ভোট যায়
সময়-কাল কাটে বড্ডো উত্তেজনায়
নব-নব অভাব্য প্রতিশ্রুতি
নেতা পটু ব্যাপারী, করে নীতির বেসাতি ।
দলের লাভ-লোকসান  
তার মাহাত্ম্য নিয়ে লড়াই অপরিমাণ ।
কোন্ দল চায় না দেশ ভলা ?
ময়দানে বক্তব্য তার স্পষ্ট মন- খোলা ।


কারো নীতি, দেশের সম্পদ বেচা
বলে, গদি পেলে নিজিকরণ হবে- সাচ্চা ।
কেহ বলে, দুঃখ হবে দূর-
আরো বলে, আগের সুখ মধুর- ভরপুর ।
পনেরো লক্ষটাকা খাতায় !
দু’কোটির চাকরী হবে, বছরের মাথায় ।


কেহ বলে, গরীব ভালোবাসি ,
ত্বরিত তারে তীর্থে পাঠাব গয়া, কাশী ।
ছেড়ে দাও ভিটে, সম্বল -
সেথা, দেখা পাবে গরীবের তরে রংমহল !


পরে গদিতে বসে বলে ,
ভোট জোটাতে অনেক চালে ছল্-বল্ চলে ।


(১২-১২-২০২০)
বেসাতি > পণ্য বিক্রয় , ব্যাপার ।