“মুকুল সরকার১৪/০৯/২০২০, ১২:১৫ মি:
পেটে খিদের জ্বালায় এমন গল্প শুনে মন ভরিলে পেট ভরে কিবা ?
তবু মানুষ বোঝে না নিজের পায়ে নিজেই আজও কুড়ুল মারে।”


আমার কাব্য “স্বপ্নের বীণ” , সেখানে সুন্দর মনে ধরা মন্তব্য পাই , তাই , মুগ্ধ হয়ে তাঁর সম্মানে(শ্রদ্ধেয় মুকুল সরকার), তাঁর নামে কাব্যটি উৎসর্গ করা ।


রাক্ষস কারনামা-(ব্যঙ্গ)


হাঁউ-মাঁউ- খাঁউ
যেন মাঁনুষের গন্ধ পাঁউ ,
কথাটা এক সময়ে বলিত- রাক্ষস !
এখোনো নীরবে বলে কত না- সুবোধ ।
পুঁজিতন্ত্রে গরীবের ‘দর্শন’ -
তার জন্মটাই মাত্র ধনীক কর্তৃক শোষণ ।
রক্ত-হাড়-মজ্জা , কোনটায় রেহাই নাই -
তারা সুদে আসলে শোধ তোলে পাই-পাই ।
সুবর্ণ সুযোগ সেথা গরীবী আর অবোধ ভাবনা ,
তারে আরো করে মতিভ্রষ্ট,- দিয়ে যাতনা -
সব কেড়ে নেয়- শিক্ষাজ্ঞান -
উপরে ললিত আস্থার দণ্ড দিয়ে
গরীব করে রাখে- অসাড়-অজ্ঞান ।


(ইং-১৪-০৯-২০২০)