মা লক্ষ্মী দানিলেন অঞ্জলিপুটে অর্থ ,
অপচয়ে হতভাগা সব করিল ব্যর্থ ।
পরে দিলেন শক্তি-যৌবন-সুশ্রীবদন-
অকালে একে একে সব হ’ল পতন ।


মঙ্গলে এলো না সুদিন, দেবী হতাশ !
চিত্ত মাঝে আভাস, নিরাশার বাতাস ।
খেইছাড়া মতিগতি চিন্তাঘন পরিস্থিতি-
আশান্তির জমাবড়া, দুঃখ ভরা ক্ষিতি ।
ডাকিল জ্ঞানদেবীর, ‘বিহিত দাও শুনি ,
মেধা-ধী অধিষ্ঠাত্রীর সারদা-মা তুমি !’


মাতা দিলেন বিহিত অতি সোজা পথ ,
বৃদ্ধি পাক সুর তাল ধরে নিজ মত ।
-‘ছেড়ে দাও জলে তারে শিখুক সাঁতার-
দাপাদাপি, জল খেয়ে, হিল্লে হোক তার’।


(ইং-০২-০৯-২০১৯)
*-চলিত ভাষা, হিল্লে > উপায় ।