মানব অকল্যাণের যতো কাজ
চায় না বিজ্ঞ-সুধী জনগণ আজ ।
চায় স্বর্গতুল্য উন্নততর সমাজ
কর্ম প্রচেষ্টা চারিধার তার সাজ ।


কারা যেন পাতে মাঠ ভরা ফাঁদ,
কাম্যে বাসনা, ভালরে উৎক্ষাত ।
কি এমন আপন স্বার্থ-মোহ লাগি
কর্ম করে রত্নাকর, পাপের ভাগি !
সে তপস্যায় একদা বাল্মীকি রূপে
হন সুনামে বরেণ্য, এই মহীপে ।


স্বার্থী দুরাচারী মানবতা ক্ষয়কারী
অকর্মের ঢেঁকি অশুভর ব্যাপারী ।
তারা সংখ্যায় অল্প আঙুলে গোনা -
জং- ধরায় বুকে স্বাদে নোনা ।
শান্ত সমাজ জীবন করে বেহাল ,
তারা সুসময় ডাকে অশুভ কাল ।


(ইং-০৯-০২-২০১৯)