দেশ মাঝে কর্ম শূন্য, কী সে কারণ !
   কাজ নেই, না কাজ পারে না ?
দেশে ভরা বিপুলাকার যুবক রতন
   শুনি না স্বর, কর্মে করে মানা ।


শক্ত ভুজা, সহিষ্ণু-মন, সুস্থ্য-শরীর
     সাফল্যে কি না পারে তারা
আগে বাড়ার প্রচণ্ড ইচ্ছা, কর্মবীর
    এমন কাজ নেই যা অপারা।


সক্ষম,পাহাড় ভেঙে গুঁড়িয়ে দিতে
      পারে মরু করিতে শীতল
উদ্যত বলিদানে প্রাণ ,স্বদেশ হিতে
      হাস্যবদনে সদা প্রাঞ্জল ।


কোন ক্রমে যোগাড়যন্ত্রে নৌকা এলো
       নাও বাইবে সুখে এবার ,
শ্রমযোগে ,শিক্ষাগুণে যোগ্য যদিও হল  
       চরপড়া নদী এপার ওপার !


(ইং-২৫-০৫-২০২০)