মতভিন্নতায় বসোবাস এ বিশ্ব-ভূধরে
আস্থা- ভাবনাগুলি কুক্ষিগত করে ,
অবোধ-জ্ঞানী, সজ্জন-দুর্জন কত জনা
সবল-দুর্বল শান্ত -বাচাল, কথা না শোনা ,
তার্কিক সে নিশ্চুপ না- রয় তর্ক ধরে ।


ভবে করোনা এসেছে সবার মাঝে যব
সকলে বাঁচার তাগিদে সতর্ক অসম্ভব ,
ধর্ম-কর্ম, আচার-বিচার, নাড়ায় বিশ্বাস
মহাসংশয়ে আত্মরক্ষায় ওঠে নাভিশ্বাস ,
আস্থায় এসেছে এক নবচিন্তা ভাব ।


অন্ধ আস্থার ঝড়ে- বহে নাই শাসক
সবধর্ম পথ , তাঁর করায়ত্ব সুসংযোগ ।
মানবিক পরম কর্তব্য তার আচার দানে
জনহিতে সব প্রজাকে একতায় আনে ।
সাম্যের ধর্মবন্ধনে , মূর্ছিত কত লোক
ধর্মের কারিগর তাঁর দোটানা অভিমত ,
এ যে অসহ্য !এক কপাটবন্দ জগৎ -
চায়, শীঘ্র একটা উপায়- বিহিত হোক ।


(০৬-১০-২০২০)