আস্থা-বিশ্বাস, দর্শনতত্ত্বের মানসিক বিকাশ ,
সমাজে দৃঢ়শক্তির রূপ, উজ্জ্বলতায়- প্রকাশ ।
দেশকাল উত্থান-পতনে এক যন্ত্র যেন আজ
তারে হাতিয়ার করে শিকারী দিবারাত্র সজাগ ।


বিশ্বাসের সদগুণে যাঁরা ভোলানাথ- কোমল
চক্রান্তে অতি সহজে মন জয়ে করে অচল ।
সে বিশ্বাস রূপ আধার বড়শিতে গাঁথে, টোপ্
অসাধু, নেতা, চোর-ডাকু ,নেবে তারা সুয়োগ ।


ভিতে, বিশ্বাস-আস্থা, তারা ছুপে কাজ করে ,
ভালর ও মাসুল গুণতে হয় অনন্ত কাল ধরে ।
সাগর অতল তলে ,বহে এক অদৃশ্য স্রোত ,
নীরব আস্থা ও বিশ্বাসে টিকে আছে এ জগৎ ।


(ইং-২৭-১১-২০১৯)