মস্তক ’পর, উদয়
ঝড়-বন্যা- প্রলয় ,
অরাজক, অনাচার-
ভরে চারিধার ;
মাতলামী তার বেশ -
শাসক মানে অশেষ !


বিষাক্ত তর্ক আবাদ
মাতম, দাঙ্গা-ফ্যাসাদ ,
বিভৎস ব্যাভিচার-
যুদ্ধ, নর সংহার ;
কাজে ছল চাতুরী
এ কদর্য কর্ম ধরি ,  
হেরি এ শতাব্দী -
রক্ত স্রোতে নদী !


রিক্তের হাহাকার
আর্তনাদে একাকার !
অবলার দগ্ধ কপাল -
আঁখিজল ছলছল ।
কষ্ট, অভাবী- বাড় -
ভিখিরী ভরে অপার !
দুঃখীর- সে চিৎকার -
বাজনায় চাপা তার !


পল-দিন-কাল, তায় -
তারা সমবেগে ধায় !
নিজ অধঃগতি ভুলে
নেশায় নয়ন তুলে ,
নেই দেখার সময় ;
জয়হীন ভাবনায় -
শ্রবণ শক্তি ক্ষয় ,
অঘোরে বিশ্ব ঘুমায় !


(ইং-২৪-০৯-২০১৮)