আবার একটা পোড়খাওয়া বছর !
ইতিহাসের পাতায় ঘুমিয়ে আজ ।
গভীর নিদ্রায় সে শান্তি খোঁজে
অবসর চায় সর্বকর্ম বন্ধন মাঝ ।


কতোর বুক ফাঁটা রব চারিধার !
চলে যেতে যেত শোনে বহুবার ।
ধ্বনি-প্রতিধ্বনি সকরুণ সাজে
সে অব্যক্ত বোল অতি যন্ত্রণার !


জ্ঞানী বছর বোঝে। সে উদাসীন ,
আজি জরাগ্রস্ত বলহীন অসহায়
ভুলতে অপারক । রাজ পথ ধরে -
আবার পুনরাবৃত্তি সেই রক্তক্ষয় ।


অসাধ্য দূরভিতে সে দৃঢ় বন্ধন ,
কর্মকাণ্ড তাকে জন স্ত্রোতে টানে ;
অসীম ত্যাগ স্বীকারে কৈ রেহাই ?
অহরহ বাঁধ ভাঙা প্লাবন আনে ।


পূজা-অর্চনা দোয়া, ভবিষ্যৎ বাণী
পুত্র কন্যার তরে শুভ আরাধনায় ,
ক্ষোভে হতাশায় শেষ হয় বছর
এক বুক ভরা ক্ষত ও বেদনায় ।


(ইং-২৯-১২-২০১৮)